এক বছরে উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে ২২%, লভ্যাংশ অপরিবর্তিত

ডলার–সংকটসহ অর্থনীতির নানা সংকটের মধ্যেও উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে ২২ শতাংশ। ২০২২ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ২০ পয়সা। আগের বছর যা ছিল ৩ টাকা ৪৫ পয়সা। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি আজ মঙ্গলবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে মুনাফা বৃদ্ধির এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে।

আরও পড়ুন

মুনাফা বৃদ্ধির তথ্যের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ২৮ শতাংশ লভ্যাংশও ঘোষণা করেছে ব্যাংকটি। এর মধ্যে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২২ সালের ডিসেম্বরে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই লভ্যাংশের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত আজ দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়।

বিনিয়োগকারীদের জন্য ২৮ শতাংশ লভ্যাংশও ঘোষণা করেছে ব্যাংকটি। এর মধ্যে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া তথ্যে ব্যাংকটি জানিয়েছে, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও মূলধন ভিত্তি শক্তিশালী করতে ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালেও ব্যাংকটি ১৪ শতাংশ বোনাস ও ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মুনাফা বাড়লেও লভ্যাংশের পরিমাণ অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন

এদিকে মুনাফা ও লভ্যাংশের খবরে আজ শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ারের দাম বেড়েছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম ৯০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ২৪ টাকায়। শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৫টি ব্যাংকের মধ্যে দুপুর ১২ পর্যন্ত মাত্র ৩টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে উত্তরা ব্যাংকের। মূল্যবৃদ্ধি পাওয়া বাকি দুটি ব্যাংক হলো প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

এ ছাড়া দিনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৯২ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমেছে। গতকাল ঢাকার বাজারে দিন শেষে ৫৭৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।