হাইডেলবার্গের বড় উত্থান, বড় পতন সি পার্লের শেয়ারের দামের

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার শেয়ারের মূল্য সংশোধন হয়েছে। তাতে টানা ৯ দিন পর সূচক কমেছে এ বাজারে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৩ পয়েন্টে। পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক দিনের উত্থানের পর বিক্রির চাপে কিছু কিছু শেয়ারের মূল্য সংশোধন হয়েছে। তাতে সূচক ও লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে আজকের বাজারে লেনদেন হওয়া বিভিন্ন শেয়ারের মূল্য সংশোধনের পেছনে বড় ভূমিকা ছিল সি পার্ল বিচ রিসোর্টের। গত কয়েক মাসে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর গতকাল বড় ধরনের দরপতন হয় কোম্পানিটির শেয়ারের। এদিন কোম্পানিটির শেয়ারের দাম ২৫ টাকা বা ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৬২ টাকায়, এটিই ছিল কোম্পানিটির শেয়ারের দিনের সর্বনিম্ন দাম। বেশ কিছুদিন ধরে বাজারে দাপুটে অবস্থানে থাকা এ শেয়ারের এমন দরপতনের ধাক্কা লাগে অন্যান্য শেয়ারেও। তাতে বিক্রির চাপ বেড়ে যায়।

এদিকে আজকের বাজারে উল্লেখযোগ্য দুটি দিক ছিল সি পার্লের দরপতন ও হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। হাইডেলবার্গ সিমেন্ট গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তাদের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যায়, গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি ৬ টাকা ৮৫ পয়সা মুনাফা করেছে। অথচ গত ডিসেম্বরে আর্থিক বছর শেষে (২০২২ সালে) কোম্পানিটি শেয়ারপ্রতি ৪ টাকা ১৩ পয়সা লোকসান করেছে। গত বছরের সেই লোকসান কাটিয়ে চলতি বছরের শুরুতে দুর্দান্তভাবে মুনাফায় ফিরেছে কোম্পানিটি। এ খবরে আজ ডিএসইতে হাইডেলবার্গ সিমেন্টের প্রতিটি শেয়ারের দাম এক দিনেই বেড়েছে ৫৬ টাকা বা প্রায় ২৩ শতাংশ।

হাইডেলবার্গ সিমেন্টের গত বছরের মুনাফা ও লভ্যাংশ ঘোষণার পর আজই ছিল প্রথম কার্যদিবস। এ কারণে এদিন কোম্পানিটির শেয়ারের দামের ওপর কোনো ধরনের মূল্যস্তর আরোপিত ছিল না। সেই সুযোগে এক দিনে ২৩ শতাংশ বেড়ে কোম্পানিটির শেয়ারের দাম এক বছরের মধ্যে সর্বোচ্চ ৩০৪ টাকায় উঠে গেছে। তবে যে হারে দাম বেড়েছে, লেনদেন সেই তুলনায় কম হয়েছে। আজ কোম্পানিটির প্রায় ১৮ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়।

হাইডেলবার্গের শেয়ারের বড় উত্থান ও সি পার্লের বড় পতনের দিনে ডিএসইতে লেনদেন কমে দাঁড়িয়েছে ৬৯৩ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ২৭৫ কোটি টাকা কম।