আজও ঊর্ধ্বমুখী ঢাকার বাজার, লেনদেনের শীর্ষে ফু-ওয়াং

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

আজও ঢাকার শেয়ারবাজারের সূচক ঊর্ধ্বমুখী। দিনের শুরু থেকেই আজ লেনদেন ও সূচকের ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। আজ যত শেয়ার হাতবদল হয়েছে, তার বেশির ভাগেরই দাম বেড়েছে। মূল্য বৃদ্ধিতে এগিয়ে আছে খাদ্য, আইটি, বস্ত্র ও প্রকৌশল খাতের শেয়ার।

গতকাল খাদ্য খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডসের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। আজও লেনদেনের তালিকায় শীর্ষে আছে এই কোম্পানি। দিনের প্রথম দেড় ঘণ্টায় এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ১৭ শতাংশ।

সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস থেকে বেরিয়ে আসার পর ফু-ওয়াং ফুডের দাম প্রতিদিনই বাড়ছে।

এদিকে ঈদের ছুটির পর সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে নেতিবাচক ধারা দেখা গেছে। গত রোববার ঈদ-পরবর্তী লেনদেন শুরু হয়। রোববার ও সোমবার-দুই দিনই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে। তবে গতকাল থেকে বাজার ঊর্ধ্বমুখী। তার ধারাবাহিকতায় আজও বাজার ইতিবাচক।

দিনের প্রথম দেড় ঘণ্টার লেনদেনের পর তিনটি সূচকই ঊর্ধ্বমুখী। ডিএসইএক্স সূচক বেড়েছে ১১ দশমিক ০৭ পয়েন্ট, ডিএসইএস সূচক বেড়েছে ২ দশমিক ০৭ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৫৯ পয়েন্ট।

দিনের প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৩১২ কোটি টাকার শেয়ার।