২৫ শতাংশ লভ্যাংশের ঘোষণা দিল ইস্টার্ণ ব্যাংক

ইস্টার্ণ ব্যাংক

২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ণ ব্যাংক। গত ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে চলতি বছর ইস্টার্ণ ব্যাংকই প্রথম গত বছরের লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটির ঘোষণা অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হবে।

২০২২ সালেও ব্যাংকটি ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস ও ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

লভ্যাংশ ঘোষণায় ব্যাংকটির আর্থিক পরিস্থিতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে ইস্টার্ণ ব্যাংক। তারা জানিয়েছে, ২০২৩ সালে তাদের শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ দশমিক ০৭ টাকা; কোম্পানির শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু ৩৩ দশমিক ৫৭ টাকা ও শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ দশমিক ৯১ টাকা।

ঘোষণায় স্টক লভ্যাংশ দেওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে, সম্ভাব্য ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যে পুঁজি ভিত্তি শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে; সেই সঙ্গে কিছু আইনি শর্ত পূরণ করাও এর লক্ষ্য।

আগামী ২৯ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা বা এজিএম হবে। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল।