নিম্নমুখী প্রবণতায় শুরু হলো দিনের লেনদেন

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দিনের প্রথম ১ ঘণ্টা ৫২ মিনিটে ডিএসইর তিনটি সূচকের মধ্যে দুটিই ছিল নিম্নমুখী।

এর মধ্যে ডিএসইএক্স সূচক কমেছে ৫ দশমিক ২৮ পয়েন্ট, ডিএস৩০ সূচক কমেছে ৬ পয়েন্ট আর ডিএসইএস সূচক সামান্য বেড়েছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক দিনে বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার পর আজ সেগুলোর দরপতন হয়েছে। মূলত সে কারণেই বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এ ছাড়া ডিএস৩০ সূচকের অন্তর্ভুক্ত কিছু কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসে আটকে আছে। এসব কারণে বাজারে আজ নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

গত কিছু দিনে হাইডেলবার্গ সিমেন্ট, জেমিনি সি ফুড ও সিপার্ল হোটেল অ্যান্ড রিসোর্টের শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। দাম বাড়তে দেখে বেশি লাভের আশায় সাধারণ বিনিয়োগকারীদের অনেকে এসব শেয়ারে আকৃষ্ট হয়। কিন্তু আজ সকালে কোম্পানিগুলোর শেয়ারের দরপতন ঘটে। ফলে এসব শেয়ারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যায়, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে।

এদিকে শেয়ারবাজারে গতি ফেরাতে ভালো মানের কোম্পানিগুলোর শেয়ারে ঋণসুবিধা বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির নতুন নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত যেসব কোম্পানি টানা তিন বছর ‘এ’ শ্রেণিভুক্ত রয়েছে, সেগুলোর শেয়ারে ৫০ মূল্য আয় অনুপাত (পিই রেশিও) পর্যন্ত ঋণসুবিধা মিলবে। আগে এসব শেয়ারে ৪০ পিই রেশিও পর্যন্ত ঋণসুবিধা মিলত। কিন্তু তাতেও ভালো কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়েনি।

আজ দিনের প্রথম ১ ঘণ্টা ৫২ মিনিটে ৩৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষে ছিল পিটিএল। এরপরই ছিল সি পার্লের অবস্থান, যদিও আজ এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৭১ শতাংশ।

এদিকে গতকাল সপ্তাহের প্রথম দিন সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শুরু হলেও দিন শেষে তা ম্রিয়মাণ হয়ে যায়।