একটির বিপরীতে তিনটি রাইট শেয়ার দেবে ন্যাশনাল টি

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

মূলধন বাড়াতে সাধারণ বিনিয়োগকারীদের একটি শেয়ারের বিপরীতে তিনটি অধিকারমূলক বা রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি মালিকানাধীন চা কোম্পানি ন্যাশনাল টি। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি জানিয়েছে, ন্যাশনাল টি কোম্পানির পরিশোধিত মূলধন বাড়িয়ে ৩০ কোটি টাকায় উন্নীত করা হবে। এ জন্য সাধারণ বিনিয়োগকারীদের রাইট শেয়ার দেওয়ার পাশাপাশি কোম্পানিটির মালিকানায় থাকা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রাইভেট প্লেসমেন্টে নতুন করে শেয়ার বিক্রি করা হবে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬ কোটি ৬০ লাখ টাকা। এ মূলধন ২৩ কোটি ৪০ লাখ টাকা বাড়ানো হবে বিদ্যমান শেয়ারধারীদের কাছে রাইট ও প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে।

জানা যায়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে স্বল্প মূলধনি কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন বাড়িয়ে ন্যূনতম ৩০ কোটি টাকা করার নির্দেশনা জারি করে। ধাপে ধাপে এ মূলধন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা পরিপালন করতে গিয়ে রাইট ও প্লেসমেন্ট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টি।

কোম্পানি সূত্রে জানা যায়, বর্তমানে কোম্পানিটির মালিকানায় থাকা সরকারি বিভিন্ন সংস্থার হাতে সম্মিলিতভাবে ৫০ শতাংশের কম শেয়ার রয়েছে। তাই কোম্পানিটিতে সরকারি মালিকানার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ৫১ শতাংশ শেয়ার এসব প্রতিষ্ঠানের হাতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই অংশ হিসেবে ৫১ শতাংশ শেয়ার নিশ্চিত করতে সরকারি বিভিন্ন সংস্থার কাছে প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে। সরকারি সংস্থার ৫১ শতাংশ মালিকানা নিশ্চিত হওয়ার পর বিদ্যমান শেয়ারধারীদের মধ্যে একটি শেয়ারের বিপরীতে তিনটি রাইট শেয়ার ইস্যু করা হবে।

জানতে চাইলে ন্যাশনাল টি-এর কোম্পানি সচিব এ কে আজাদ চৌধুরী বলেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি রাইট শেয়ার অধিমূল্য বা প্রিমিয়ামে বিক্রি করা হবে। তবে প্রিমিয়াম কত হবে, সেটি চূড়ান্ত করা হবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর।

তবে কোম্পানিটির অন্য একটি সূত্র জানিয়েছে, পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি রাইট শেয়ারের দাম ঠিক করা হয়েছে ১১৮ টাকা। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য আর ১০৮ টাকা প্রিমিয়াম। তবে শেষ পর্যন্ত প্রিমিয়াম ঠিক হবে বিএসইসির অনুমোদন সাপেক্ষে। ন্যাশনাল টি নতুন করে রাইট শেয়ার ইস্যু করার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২০ অক্টোবর বিশেষ সাধারণ সভা বা ইজিএম ডেকেছে। ওই সভায় শেয়ারধারীদের অনুমোদনের পর বিষয়টি নিয়ন্ত্রক সংস্থায় অনুমোদনের জন্য পাঠানো হবে।