শেয়ারবাজারে বিনিয়োগকারীদের নজর আজও থাকবে গ্লোবাল ইসলামী ব্যাংকের (জিআইবি) শেয়ারে। কারণ, লেনদেন শুরুর প্রথম দিনেই গতকাল বুধবার এটির শেয়ার অভিহিত মূল্য বা ফেস ভেলুর নিচে নেমে গেছে।
দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল ব্যাংকটির শেয়ারের লেনদেন শুরু হয়। ওই দিনই এটির শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বা ১ টাকা কমে দাঁড়ায় ৯ টাকায়।
নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশের বেশি কমতে বা বাড়তে পারে না। তবে দরপতন ঠেকাতে গত জুলাই থেকে শেয়ারের দামের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস বেঁধে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর পর থেকে কোনো শেয়ারের দাম ফ্লোর প্রাইসের নিচে নামছে না।
নতুন তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে লেনদেনের প্রথম দিনে কোনো ফ্লোর প্রাইস থাকে না। দ্বিতীয় দিন থেকে ফ্লোর প্রাইস নির্ধারিত হয়। সে ক্ষেত্রে প্রথম দিনের সর্বশেষ বাজারমূল্য ফ্লোর প্রাইস হিসেবে বিবেচিত হয়। সেই হিসাবে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস ৯ টাকা, আজ বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে। ফলে শেয়ারটির দাম মূল বাজারে ৯ টাকার নিচে আর নামবে না।