ঢাকার শেয়ারবাজারে আজ ঊর্ধ্বমুখী ধারা

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

আজ ঢাকার শেয়ারবাজারে সকাল থেকে ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। যেসব কোম্পানির শেয়ারের দাম মূল্যস্তরে আটকে আছে, সেই সব কোম্পানির শেয়ার ছাড়া বাকি কোম্পানিগুলোর মধ্যে বেশির ভাগরেই দাম বেড়েছে। আজ দেড় ঘণ্টার লেনদেনে শতাধিক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

খাতভিত্তিক কোম্পানিগুলোর লেনদেনে দেখা যাচ্ছে, আজ মূল্য বৃদ্ধিতে এগিয়ে আছে সিমেন্ট, খাদ্য ও বিমা খাত।

অনেক দিন পর দেখা যাচ্ছে, যেসব কোম্পানির শেয়ার মূল্যস্তরের বাইরে আছে, তাদের দাম বাড়ছে। লেনদেনেও এক ধরনের গতি দেখা যাচ্ছে। লেনদেন বাড়লে বোঝা যায়, বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে।

আজ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ দশমিক ০৭ পয়েন্ট; ডিএসইএস সূচক বেড়েছে ৩ দশমিক ৯৬ পয়েন্ট; ডিএস ৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ৫৫ পয়েন্ট।

আজ আবারও লেনদেনের শীর্ষে আছে ফু ওয়াং ফুড; এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৮০ লাখ টাকার। দ্বিতীয় স্থানে আছে সোনালী পেপার; এই কোম্পানির লেনদেন হয়েছে ১৭ কোটি টাকার শেয়ার। তৃতীয় স্থানে আছে সি পার্ল; এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৮৩ লাখ টাকার।

আজ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ১৯৪ কোটি টাকার শেয়ার।