২০০ কোটি টাকার নতুন মিউচুয়াল ফান্ড আনছে ক্যাপিটেক ম্যানেজমেন্ট

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বা তহবিল বাজারে আনবে। আজ রোববার রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে গ্রামীণ ব্যাংক, আইসিবি এবং ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে চুক্তি সই হয়েছে।ছবি: সংগৃহীত

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বা তহবিল বাজারে আনবে। তহবিলটির নাম ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। এটি হবে একটি মেয়াদি মিউচুয়াল ফান্ড। তহবিলটির উদ্যোক্তা ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। তহবিলটির ট্রাস্টির দায়িত্বে রয়েছে রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

আজ রোববার রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে তহবিলটির উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক ও ট্রাস্টির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। একই দিনে তহবিলটির উদ্যোক্তা গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পদ ব্যবস্থাপক হিসেবে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডও একটি চুক্তি সই করেছে। ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চুক্তি সম্পাদন ও চেক হস্তান্তর অনুষ্ঠানে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ম মাহফুজুর রহমান, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমিত পাল; গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ, ভারপ্রাপ্ত এমডি মো. মোসলেহ উদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. ছাইদুজ্জামান ভূঞা, মহাব্যবস্থাপক প্রদীপ কুমার সাহা; আইসিবির এমডি মো. আবুল হোসেন, ডিএমডি আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, উপমহাব্যবস্থাপক মো. শরকিল আনামসহ তিন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড হবে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট পরিচালিত চতুর্থ মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটি বর্তমানে তিনটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈশিষ্ট্যের দিক দিয়ে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড হবে একটি বর্ধিষ্ণু ফান্ড। এই ফান্ডের প্রধান উদ্দেশ্য হলো ক্যাপিটাল গেইন ও নগদ লভ্যাংশের সমন্বিত আয়ের ওপর ভিত্তি করে ঝুঁকি সামঞ্জস্যপূর্ণ আয় করা এবং পুঁজিবাজার ও মুদ্রাবাজারে অনুমোদিত উপকরণগুলোতে বিনিয়োগ করে ফান্ডের ইউনিটধারীদের আকর্ষণীয় লভ্যাংশ দেওয়া।