শেয়ারে লোকসানে মুনাফা কমেছে ডিবিএইচের

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

শেয়ারবাজারে ভালো মৌল ভিত্তির কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ায় মুনাফা কমে গেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্সের। ভালো শেয়ারের দাম কমে যাওয়ায় তার বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং করতে গিয়ে মুনাফায় টান পড়েছে কোম্পানিটির।

ডিবিএইচ ফাইন্যান্স চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর–পরবর্তী মুনাফা করেছে ১৭ কোটি ২৫ লাখ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ২৬ কোটি টাকার বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ডিবিএইচের মুনাফা প্রায় পৌনে ৯ কোটি টাকা কমে গেছে। কোম্পানিটি জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে মৌল ভিত্তির শেয়ারে বিনিয়োগের বিপরীতে লোকসানের কারণে ৮ কোটি ৬৩ লাখ টাকার বেশি নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয়েছে। গত বছরের প্রথম তিন মাসে যার পরিমাণ ছিল মাত্র ২৮ লাখ টাকা।

কোম্পানিটি জানিয়েছে, এ বছর শেয়ারে লোকসানের বিপরীতে বড় অঙ্কের নিরাপত্তা সঞ্চিতি রাখতে গিয়ে মুনাফা কমে গেছে। গতকাল সোমবার কোম্পানিটি তাদের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। আর্থিক প্রতিবেদন থেকেই কোম্পানিটির মুনাফা কমে যাওয়া ও বছরের প্রথম তিন মাসের আয়-ব্যয়ের তথ্য পাওয়া গেছে।

ডিবিএইচ ফাইন্যান্স গত জানুয়ারি-মার্চ সময়কালে সুদ বাবদ আয় করেছে ১৬৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৩৪ কোটি টাকা। গত বছরের জুলাই থেকে সুদের হার বেড়ে যাওয়ায় সুদ বাবদ আয় বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানটির। ঋণের সুদ আয় বৃদ্ধির পাশাপাশি আমানতের সুদ বাবদ খরচও বেড়েছে।

চলতি বছরের প্রথম তিন মাসে ডিবিএইচ আমানতকারী ও ঋণদাতাদের সুদ বাবদ পরিশোধ করেছে ১২৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৯ কোটি টাকা।

বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৭ পয়সায়। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৩১ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা প্রায় ৩৪ শতাংশ কমেছে।