লভ্যাংশ ঘোষণার পরও কমল বাটার শেয়ারমূল্য

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

পুঁজিবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা শু লিমিটেড ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য মোট ৩৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে লভ্যাংশ ঘোষণার পরও আজ কোম্পানিটির শেয়ারমূল্য কমেছে।

বাটা শু লিমিটেড গত বছরের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে তারা ২৬০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সব মিলিয়ে তারা ৩৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে।  
বাটা শু লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুলাই বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সে জন্য কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে। রোববার কোম্পানির শেয়ার লেনদেনে সীমা থাকছে না।

জানা গেছে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বাটা শু লিমিটেডের শেয়ারপ্রতি আয় হয়েছে ২৯ দশমিক ৯৮ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ২৫২ টাকা ১৬ পয়সা।

আজ এ প্রতিবেদন লেখার সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে বাটা শুর শেয়ারমূল্য ছিল ৯৫৩ টাকা। গতকাল দিন শেষে বাটার শেয়ারমূল্য ছিল ৯৭৪ দশমিক ৮০ টাকা।

বহুজাতিক কোম্পানি বাটা শু লিমিটেড সাধারণত নগদ লভ্যাংশ দিয়ে থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যানুসারে, এর আগে ২০২১ সালে তারা ৭৫ শতাংশ, ২০২০ সালে ২৫ শতাংশ, ২০১৯ সালে ১২৫ শতাংশ, ২০১৮ সালে ৩৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।