ঢাকার শেয়ারবাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। আজ বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৬৫ কোটি টাকা, যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন।

সম্প্রতি ডিএসইতে লেনদেনের ক্ষেত্রে কিছুটা গতি সঞ্চার হয়েছিল। তাতে ঢাকার বাজারের লেনদেন ১ হাজার ২৫০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। আজ আবার তা কমে আবার ৫০০ কোটি টাকার নিচে নেমে আসে। এর আগে সর্বশেষ ১৭ এপ্রিল ডিএসইতে সর্বনিম্ন ৪৪৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে বেশ কিছুদিন ধরে লেনদেনের বড় অংশজুড়ে ছিল বিমা, খাদ্য ও আনুষঙ্গিক, বিদ্যুৎ–জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানির দখলে। আজ এসব খাতের কোম্পানিগুলোর লেনদেন আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ কমে গেছে। সবচেয়ে বেশি কমেছে জীবন বিমা খাতের কোম্পানির লেনদেন। আগের দিনের তুলনায় এ খাতের কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ প্রায় অর্ধেক কমে গেছে। যার প্রভাব পড়েছে সামগ্রিক লেনদেনে।

এদিকে লেনদেন কমলেও দিন শেষে সূচক বেড়েছে বাজারে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ৩৪০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত ছিল ১৮৯টির দাম।