চার কারণে ক্রাউন সিমেন্টের মুনাফা অর্ধেক কমে গেছে

শেয়ারবাজারপ্রতীকী ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি ক্রাউন সিমেন্টের মুনাফা অর্ধেক কমে গেছে। গত বছরের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি মুনাফা করেছে ১৯ কোটি টাকা। তার আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ১৭ কোটি টাকা বা প্রায় অর্ধেক কমে গেছে।

কোম্পানিটি আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে মুনাফার এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৪ সালের শেষ তিন মাসে সব ধরনের খরচ বাদ দেওয়ার পর কোম্পানিটি মুনাফা করেছে ১৯ কোটি টাকা। তাতে এটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমে দাঁড়ায় ১ টাকা ২৭ পয়সায়। ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটি ৩৬ কোটি টাকা মুনাফা করেছিল। তাতে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৪৪ পয়সা।

এক বছরের ব্যবধানে মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার পেছনে চারটি প্রধান কারণের কথা উল্লেখ করেছে কোম্পানিটি। প্রথম কারণ হিসেবে কোম্পানি জানিয়েছে, সম্প্রতি কোম্পানিটি তাদের উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে। এ জন্য অবচয়জনিত খরচ বেড়ে গেছে। দ্বিতীয়ত, ব্যাংকঋণের সুদের হার বেড়ে যাওয়ায় তাতে কোম্পানির খরচও বেড়েছে। তৃতীয়ত, বিদ্যুতের দাম বাড়ানোর কারণেও বেড়েছ খরচ। আর চতুর্থত বাজার হিস্যা বাড়াতে গিয়ে কোম্পানিটি প্রচার–প্রচারণা ও মানবসম্পদের বিনিয়োগ বাড়িয়েছে। এতেও খরচ বেড়েছে আগের বছরের চেয়ে । এসব কারণে ২০২৩ সালের শেষ প্রান্তিকের তুলনায় গত বছরের শেষ প্রান্তিকে কোম্পানিটির মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে।

মুনাফা কমলেও আজ রোববার এটির শেয়ারের দামে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ঢাকার বাজারে লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ১০ পয়সা কমে দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩০ পয়সায়।