হরতালের মধ্যেও দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন স্বাভাবিক

শেয়ারবাজার

হরতালের মধ্যেও আজ দেশের দুই শেয়ারবাজারে স্বাভাবিকভাবে লেনদেন হচ্ছে। সকাল ১০টায় সাধারণ দিনের মতো লেনদেন শুরু হয় এবং তা এখনো অব্যাহত আছে। এখন অনলাইনে বিনিয়োগের সুযোগ থাকায় বিনিয়োগকারীদের লেনদেনে অংশ নিতে বেগ পেতে হচ্ছে না।

দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, স্বাভাবিক দিনের মতো লেনদেন হচ্ছে। ঢাকার শেয়ারবাজারে আজ দিনের প্রথম ২ ঘণ্টা ২০ মিনিটে লেনদেনের শীর্ষে আছে জেমিনি সি ফুড। গত বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত জুনে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

সেখানে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ স্টক ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের জন্য একটি করে বোনাস শেয়ার পাবেন। এই খবরে কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে; মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে কোম্পানিটি লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

অনেক দিন ধরেই জেমিনি সি ফুড লেনদেনের শীর্ষ তালিকায় আছে। বাজারে বেশ কিছুদিন ধরেই ধারণা ছিল, জেমিনি সি ফুড বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা করবে। ফলে কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল।

এ ছাড়া আরও কিছু কোম্পানি আজ ভালো লভ্যাংশের ঘোষণা দিয়েছে, তাদের প্রতিও বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে।

আজ লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে সি পার্ল; এই কোম্পানির ১৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে আছে ফু ওয়াং ফুড; এই কোম্পানির লেনদেন হয়েছে ১৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার।

তবে দিনের প্রথম ২ ঘণ্টা ২০ মিনিট লেনদেনের পর ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল নিম্নগামী। এই সময়ে মোট লেনদেন হয়েছে ২১৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার।