বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদনে সীমা আরোপ

শেয়ারবাজারগ্রাফিকস মো. মাহাফুজার রহমান

বেস্ট হোল্ডিংসের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারের আবেদনের ক্ষেত্রে নতুন করে আবার সীমা আরোপ করা হয়েছে। এর ফলে একজন বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকার সমমূল্যের শেয়ারের জন্য আবেদন করতে পারবেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত মঙ্গলবার এক আদেশে প্রতিষ্ঠানটির আইপিও আবেদনের ক্ষেত্রে এ সীমা আরোপ করেছে। এর আগে কোম্পানিটির আইপিও আবেদনের ক্ষেত্রে সীমা তুলে নেওয়া হয়েছিল। গত মঙ্গলবার আবার নতুন করে সীমা আরোপ করা হলো।

ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণ শুরু হচ্ছে ১৪ জানুয়ারি, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। কোম্পানিটি বাজার থেকে মোট ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটির শেয়ারের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৩৫ টাকা। ওই দাম থেকে ৩০ শতাংশ ছাড় দিয়ে ২৪ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে প্রতিটি শেয়ার বিক্রি করা হবে। কোম্পানিটি ১২ কোটি ৫০ লাখ ৫৫ হাজার শেয়ার ইস্যু করবে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিনে নিয়েছেন ২ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার শেয়ার। কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংরক্ষিত আছে ১ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত আছে ৭ কোটি ৯৭ লাখ ২৩ হাজার শেয়ার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাধারণ বিনিয়োগকারীদের কাছে থেকে আইপিওর মাধ্যমে কোম্পানিটি প্রায় ২০০ কোটি টাকা সংগ্রহ করবে। একজন বিনিয়োগকারী যদি ১০ হাজার টাকার সমমূল্যের শেয়ারের জন্য আবেদন করেন, তাহলে আইপিওর সব শেয়ার বরাদ্দে প্রায় ২ লাখ বিনিয়োগকারী লাগবে। বর্তমান পরিস্থিতিতে এত বিনিয়োগকারীর কাছ থেকে আইপিও আবেদন না–ও পাওয়া যেতে পারে। এ কারণে আইপিও আবেদনের সীমা বাড়ানো হয়েছে।

বর্তমানে আইপিও আবেদনের ক্ষেত্রে শেয়ারবাজারে ন্যূনতম বিনিয়োগের বিধান রয়েছে। শেয়ারবাজারে যাঁদের ন্যূনতম ৫০ হাজার টাকার বিনিয়োগ রয়েছে, তাঁরাই আইপিওতে আবেদন করতে পারেন। আর বর্তমান বিধানে যাঁরাই আবেদন করেন, তাঁদের মধ্যে আনুপাতিক হারে আইপিওর শেয়ার বরাদ্দ দেওয়া হয়। অর্থাৎ আইপিওতে আবেদন করলে এখন আর বিফল হওয়ার কোনো ব্যবস্থা নেই।

বিএসইসি জানিয়েছে, বেস্ট হোল্ডিংসের ক্ষেত্রে আগ্রহী আবেদনকারীরা ন্যূনতম ১০ হাজার টাকা বা তার গুণিতক হারে আবেদন করতে পারবেন। অর্থাৎ কেউ চাইলে সামর্থ্য অনুযায়ী ১০ হাজার, ২০ হাজার, ৩০ হাজার—এভাবে গুণিতক হারে আবেদন করতে পারবেন। তবে সর্বোচ্চ ১৫ লাখ টাকার বেশি শেয়ারের জন্য আবেদন করা যাবে না।

বেস্ট হোল্ডিংসের মালিকানায় রয়েছে রাজধানীর নিকুঞ্জে অবস্থিত লা মেরিডিয়ান হোটেলসহ একাধিক প্রতিষ্ঠান। গত ৩১ অক্টোবর কোম্পানিটির আইপিও অনুমোদন করে বিএসইসি।