লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

জেএমআই হসপিটাল একটি বিশেষায়িত হাসপাতাল করবে বলে সম্প্রতি বিনিয়োগকারীদের জানিয়েছে, যার ৬৫ শতাংশ মালিকানা থাকবে জেমএআই হাসপাতালের হাতে।

৩১ জুলাই এই খবর বিনিয়োগকারীদের জানানো হয়। সেদিন থেকেই এই কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়।

সেই ধারাবাহিকতায় আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল। শেয়ারের দাম বেড়েছে, লেনদেনেও শীর্ষে আছে তারা।

এ ছাড়া খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে দেখা যায়, আজ বিমা খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের মূল্য সংশোধন হয়েছে, যার কারণে দিনের শুরুতে সূচকের উত্থান-পতন হয়েছে।

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ এগিয়ে আছে খাদ্য খাত। এই খাতের মধ্যে ফুওয়াং ফুডের শেয়ারের দাম কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে। এ ছাড়া খাদ্য খাতের অন্যান্য কোম্পানির মধ্যে এমারেল্ড অয়েল, জেমিনি সি ফুড। এই কোম্পানিগুলো গত কয়েক দিন ধরেই লেনদেনের শীর্ষ তালিকায় থাকছে। দামও বাড়ছে। তাতে এই খাতের অন্যান্য শেয়ারের দরে প্রভাব পড়ছে।

এ ছাড়া তথ্য প্রযুক্তি ও পাট খাতও আজ ভালো করছে। অন্যান্য বড় খাত যেমন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বেশির ভাগ শেয়ারের দাম অপরিবর্তিত আছে। কারণ বেশির ভাগ কোম্পানির শেয়ার সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে।

আজ বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকার বাজারের তিনটি সূচকই ইতিবাচক ধারায় ছিল। এর মধ্যে ডিএসইএক্স সূচক বেড়েছে ৯ দশমিক ৭৬ পয়েন্ট, ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৮৮ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক বেড়েছে ২ দশমিক ১ পয়েন্ট।

বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ২৯৯ কোটি টাকার। লেনদেনের শীর্ষস্থানে আছে জেএমআই হসপিটাল; লেনদেন হয়েছে ২২ কোটি টাকার শেয়ার। দ্বিতীয় স্থানে আছে জেমিনি সি ফুড; এই কোম্পানির লেনদেন হয়েছে ১২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। তৃতীয় স্থানে আছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স; এই কোম্পানির লেনদেন হয়েছে ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার।