মন্ত্রিসভায় পুঁজিবাজার–সংশ্লিষ্ট ৩ জন, সংসদ সদস্য ১৫ জন

ব্রোকারেজ হাউস এইচআর সিকিউরিটিজের পরিচালক সাবের হোসেন চৌধুরী, ডিএসইর সাবেক সভাপতি ও মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম এবং এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রহমান

আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় পুঁজিবাজার–সংশ্লিষ্ট তিন ব্যক্তি স্থান পেয়েছেন। তাঁরা হলেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস এইচআর সিকিউরিটিজের পরিচালক সাবের হোসেন চৌধুরী, এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রহমান এবং ডিএসইর সাবেক সভাপতি ও মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার এ তিনজন শপথ নেন।

তাঁদের মধ্যে সাবের হোসেন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং আবদুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর আহসানুল ইসলাম পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা পুনর্নির্বাচিত হয়েছেন সালমান এফ রহমান। তিনি ব্রোকারেজ হাউস বেক্সিমকো সিকিউরিটিজের চেয়ারম্যান ও শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান।

ডিএসই এক অভিনন্দনবার্তায় বলেছে, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুঁজিবাজার–সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্য থেকে শপথ গ্রহণের মাধ্যমে গতকাল তিনজন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। বাকি ১২ জন সংসদ সদস্য হচ্ছেন বেক্সিমকো সিকিউরিটিজের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিডি সানলাইফ সিকিউরিটিজের শেয়ারহোল্ডার ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের শেয়ারহোল্ডার ও হা–মীম গ্রুপের এমডি এ কে আজাদ, ট্রেজারার সিকিউরিটিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ট্রাস্টি সিকিউরিটিজের এমডি মো. সিরাজুল ইসলাম মোল্লা, মন্ডল সিকিউরিটিজের এমডি মো. আব্দুল মমিন মন্ডল, বিএনবি সিকিউরিটিজের পরিচালক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আরএকে ক্যাপিটালের পরিচালক এস এ কে একরামুজ্জামান, আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজের এমডি আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকুইটিজের পরিচালক নিজাম উদ্দিন হাজারী, অগ্রণী ইনস্যুরেন্স সিকিউরিটিজের পরিচালক এইচ এম ইব্রাহিম ও মোনার্ক হোল্ডিংসের পরিচালক ও ক্রিকেটার সাকিব আল হাসান। এর মধ্যে সাকিব আল হাসান পুঁজিবাজারবিষয়ক শিক্ষা কার্যক্রমের দূত হিসেবেও কাজ করেছেন।