ঢাকার বাজারে আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মাত্র ৩ কোটি ৮৭ লাখ শেয়ারের হাতবদল হয়। গতকাল হাতবদল হয়েছিল ৫ কোটি ৩২ লাখ শেয়ারের। সেই হিসাবে আগের দিনের চেয়ে প্রায় দেড় কোটি কম শেয়ারের হাতবদল হয়েছে আজ, যার কারণে লেনদেনও কমে গেছে।
বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির শেয়ারই এখন সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে। এর মধ্যে বড় অংশেরই কোনো লেনদেন হচ্ছে না। এ কারণে ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী—সবারই অংশগ্রহণ কমে গেছে বাজারে।
এদিকে লেনদেন উদ্বেগজনকভাবে কমে গেলেও সূচক সামান্য বেড়েছে আজ। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২৯ পয়েন্টে। লেনদেন হওয়া ৩০৩ প্রতিষ্ঠানের মধ্যে ২২৮টিরই দাম অপরিবর্তিত ছিল। দাম বেড়েছে ৫০টির আর কমেছে ২৫টির।