সিএসইর অংশীদার হচ্ছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অংশীদার হচ্ছে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এবিজি লিমিটেড। স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা হওয়ার পর (ডিমিউচুয়ালাইজেশন) কৌশলগত অংশীদারদের জন্য সংরক্ষিত শেয়ার কিনে সিএসইর অংশীদার হতে যাচ্ছে এবিজি লিমিটেড। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান এবিজি লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আজ বুধবারের কমিশন সভায় এবিজি লিমিটেডকে অংশীদার করার সিএসইর প্রস্তাব অনুমোদন করা হয়। সভা শেষে বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, সিএসইর পর্ষদ সভায় অনুমোদন ও আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু শর্তসাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়েছে। তবে কী কী শর্তে এ অনুমোদন দেওয়া হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

২০১৩ সালে হওয়া ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, সিএসইর মালিকানাসংক্রান্ত মোট শেয়ারের ৪০ শতাংশ সংস্থাটির ১৪৬ সদস্যের মধ্যে বণ্টন করা হয়। বাকি ৬০ শতাংশ শেয়ারের মধ্যে ২৫ শতাংশ কৌশলগত বিনিয়োগকারী ও ৩৫ শতাংশ শেয়ার সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ছিল। ৯ বছর ধরে সিএসইর হাতে ৬০ শতাংশ শেয়ার বিক্রির জন্য পড়ে রয়েছে। এ ৬০ শতাংশ শেয়ারের মধ্যে এখন ২৫ শতাংশ শেয়ার কিনবে এবিজি লিমিটেড। কৌশলগত বিনিয়োগকারীর শেয়ার বিক্রির পর বাকি ৩৫ শতাংশ শেয়ার বিক্রির উদ্যোগ নেওয়া হবে।