বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, কোনো কোম্পানির পরিচালনা পর্ষদে বোনাস লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত হওয়ার পর তা অনুমোদনের জন্য তিন কার্যদিবসের মধ্যে বিএসইসিতে আবেদন করতে হবে। ওই আবেদন পাওয়ার পর বিএসইসি নির্ধারিত বিধান সাপেক্ষে সংশ্লিষ্ট কোম্পানির ঘোষিত লভ্যাংশ অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, তালিকাভুক্তির তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ ঘোষণা করতে চাইলে বিএসইসির পূর্বানুমতি লাগবে। একইভাবে ‘জেড’ শ্রেণিভুক্ত কোম্পানি বোনাস লভ্যাংশ ঘোষণা করতে চাইলে পূর্বানুমতি লাগবে।
বিএসইসির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এত দিন বোনাস লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে নানাভাবে নানা সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছিল। এখন এক আদেশের আওতায় সব কটি বিষয়কে একত্র করা হয়েছে।