সরকারি কোম্পানি আসছে শেয়ারবাজারে
লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার রয়েছে, এমন বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে সরকার। সে অনুযায়ী কয়েকটি লাভজনক সরকারি কোম্পানি সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে। আর বহুজাতিক কোম্পানিগুলো সরকারকে জানিয়েছে, তাদের নিজ নিজ পরিচালনা পর্ষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রাথমিকভাবে ১০টি প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত হয়েছে।