শেয়ারবাজারে লেনদেনের এক চতুর্থাংশই বিমা খাতের দখলে

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

দেশের শেয়ারবাজারে চলছে বিমা কোম্পানির শেয়ারের দাপট। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের এক–চতুর্থাংশ বা ২৮ শতাংশই ছিল বিমা খাতের কোম্পানির। আবার ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ছিল বিমা কোম্পানি।

বাজার–সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে এখনো বড় মূলধনি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে। ফলে বড় মূলধনি শেয়ারের বিনিয়োগকারীদের আগ্রহ কম। অন্যদিকে বিমা খাতের কোম্পানিগুলো স্বল্প মূলধনি। এ ছাড়া মোটর বিমা বাধ্যতামূলক করাসহ প্রবাসে শ্রমিক পাঠানোর ক্ষেত্রেও বিমা সুবিধা চালু করা হচ্ছে বলে বাজারে খবর ছড়িয়ে পড়েছে। এসব খবরের কারণে গত কয়েক দিনে বিমা খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তাতে তালিকাভুক্ত বিমা কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির পাশাপাশি লেনদেনও বাড়ছে।

বর্তমানে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানির সংখ্যা ৫৭। এর মধ্যে আজ লেনদেন হয়েছে ৫৬টির। লেনদেন হওয়া বিমা কোম্পানিগুলোর মধ্যে ৪৯টিরই দাম বেড়েছে, কমেছে ১টির আর অপরিবর্তিত ছিল ৬টির দাম। ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের বাজার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আজ ডিএসইর মোট লেনদেনের মধ্যে ১৫ শতাংশ ছিল সাধারণ বিমা কোম্পানির। টাকার অঙ্কে যার পরিমাণ ছিল ১০০ কোটি। আর ডিএসইর মোট লেনদেনের ১৩ শতাংশ ছিল জীবন বিমা কোম্পানির, টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৯০ কোটি টাকা। দুই ধরনের বিমা কোম্পানি মিলিয়ে গতকাল লেনদেনের পরিমাণ ছিল ১৯০ কোটি টাকা, যা মোট লেনদেনের ২৮ শতাংশ।

নাম প্রকাশ না করার শর্তে শীর্ষস্থানীয় একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী বলেন, স্বল্প মূলধনি কোম্পানি হওয়ায় বিমার শেয়ার নিয়ে সহজে কারসাজির ঘটনা ঘটানো যায়। এমনিতেই বাজারে বিমা খাত নিয়ে কিছু খবর ছড়িয়ে পড়েছে। সেসব খবরকে সামনে রেখে কিছু কারসাজিকারক আবার সক্রিয় হয়ে উঠেছেন।

বিমার শেয়ারের উত্থানের এ দিনে বাজারে সূচক সামান্য বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। দিন শেষে এ বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৭১২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩২ কোটি টাকা কম।

ডিএসইতে আজ মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে ছিল চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স। আজ এক দিনেই কোম্পানিটির শেয়ারের দাম ৭ টাকা বা প্রায় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকায়। গত চার দিনে কোম্পানিটির শেয়ারের দাম ১১ টাকা বেড়েছে। এ ছাড়া মূল্যবৃদ্ধির তালিকায় বিমা খাতের কোম্পানির মধ্যে ছিল যথাক্রমে মেঘনা ইনস্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স, ইসলামী ইনস্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, এক্সপ্রেস ইনস্যুরেন্স ও গ্লোবাল ইনস্যুরেন্স। এসব কোম্পানির দাম সর্বনিম্ন সাড়ে ৭ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।