কেলেঙ্কারির খবরে দাম কমল লিগ্যাসি ফুটওয়্যারের

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

ঢাকার শেয়ারবাজারে আজ সকাল থেকেই লেনদেনে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। সূচকও ঊর্ধ্বমুখী। তবে যে লিগ্যাসি ফুট ওয়্যারের শেয়ার নিয়ে আজ বড় ধরনের কেলেঙ্কারির খবর প্রকাশিত হয়েছে, সেই কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।

আজ ঢাকার শেয়ার বাজারের বিশেষ দিক হলো, লেনদেনের শীর্ষ স্থানের রদবদল। ফু ওয়াং ফুডকে সরিয়ে আজ লেনদেনের শীর্ষ স্থানে উঠে এসেছে সিভিও পেট্রো কেমিক্যাল। ফু ওয়াং ফুড দ্বিতীয় স্থানে নেমে এসেছে।

এদিকে আজ লিগ্যাসি ফুট ওয়্যারের শেয়ার নিয়ে বড় ধরনের কেলেঙ্কারির খবর প্রকাশিত হওয়ার পর সকাল থেকে কোম্পানিটির দরপতন হচ্ছে। প্রথম এক ঘণ্টায় এই কোম্পানির দাম কমেছে ২ দশমিক ২৯ শতাংশ, যদিও দিনের শুরুতে এই কোম্পানির শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশ দরপতন হয়েছিল।

এদিকে আজ খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আজও এগিয়ে আছে বিমা খাত। এই খাতের যেসব কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে, তাদের মধ্যে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে লেনদেনের শীর্ষ তালিকায় বিমা খাতের আধিপত্য দেখা যাচ্ছে।  

আজ দিনের প্রথম এক ঘণ্টার লেনদেনের পর দেখা যাচ্ছে, বাজারের তিনটি সূচকই ঊর্ধ্বমুখী। ডিএসইএক্স সূচক বেড়েছে ৬ দশমিক ৯৬ পয়েন্ট; ডিএসইএস সূচকের দরপতন হয়েছে ১ দশমিক ৫০ পয়েন্ট; ডিএস৩০ সূচকের দরপতন হয়েছে ৩ দশমিক ২৬ পয়েন্ট।

লেনদেনেও আজ ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম এক ঘণ্টায় লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

লেনদেনের শীর্ষে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২০ লাখ টাকার; দ্বিতীয় স্থানে থাকা ফু ওয়াং ফুডের শেয়ারের লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৪ লাখ টাকার; তৃতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ারের লেনদেন হয়েছে ১১ কোটি ২০ লাখ টাকার।