তৃতীয় প্রান্তিকে আয় কমে গেছে রানার অটোমোবাইলাসের

শেয়ারবাজারপ্রতীকী ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমে গেছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে ভালো করতে পারেনি দেশীয় এই অটোমোবাইল কোম্পানি। এই সময় সহযোগী প্রতিষ্ঠানসহ রানার অটোমোবাইলসের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৫ পয়সা; গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় এবার রানার অটোমোবাইলের শেয়ার প্রতি আয় কমেছে।

আয় কমে যাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, রাজস্ব আয় কমে যাওয়া এবং অর্থায়নের ব্যয় বেড়ে যাওয়া, অর্থাৎ ঋণের সুদহার বেড়ে যাওয়া।

একইভাবে হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ রানারের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৫৭ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩১ পয়সা। অর্থাৎ তিন প্রান্তিকে রানারের সমন্বিত আয়ও কমে গেছে।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমন্বিতভাবে রানারের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৯ টাকা ০৬ পয়সা; গত ২০২৩ সালের ৩০ জুন যা ছিল ৬২ দশমিক ৬২ টাকা। এর কারণ হিসেবে বলা হয়েছে, মুনাফা ঋণাত্মক হয়ে যাওয়া।