বাংলাদেশে ঝালাই পণ্যের ব্যবসা গোটাচ্ছে লিনডে

শেয়ারবাজারপ্রতীকী ছবি

বাংলাদেশ থেকে ঝালাই বা ওয়েল্ডিং পণ্যের ব্যবসা গুটিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানি লিনডে বাংলাদেশ। এ ব্যবসার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত লিনডে ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের সব শেয়ার কোম্পানিটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে লিনডে বাংলাদেশ গতকাল মঙ্গলবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা বিনিয়োগকারীদের জানিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, ওয়েল্ডিং ব্যবসার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ইসাব গ্রুপের সঙ্গে শেয়ার বিক্রির চুক্তি অনুমোদন করা হয়েছে। লিনডে ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ১৩ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫০১টি শেয়ার এ চুক্তির আওতায় হস্তান্তর করা হবে। শেয়ার কেনাবেচার এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ২৩ জুন লিনডের বিশেষ সাধারণ সভা বা ইজিএম ডাকা হয়েছে। শেয়ারধারীদের অনুমোদনের পর এ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

জানা গেছে, লিনডে বাংলাদেশের ব্যবসা বা আয়ের বড় একটি অংশই আসত ঝালাই বা ওয়েল্ডিং ব্যবসা থেকে। সর্বশেষ ২০২২ সালে এ ব্যবসা থেকে লিনডের আয় ছিল ২৬০ কোটি টাকা, যা ছিল কোম্পানিটির ওই বছরের আয়ের অর্ধেকের বেশি। লিনডে বাংলাদেশ ২০২২ সালে ৪৮৭ কোটি টাকার ব্যবসা করেছিল। যার মধ্যে ২৬০ কোটি টাকা বা ৫৩ শতাংশই এসেছে ঝালাই–সংশ্লিষ্ট ব্যবসা থেকে। ২০২১ সালে ঝালাই–সংশ্লিষ্ট ব্যবসা থেকে লিনডে বাংলাদেশের আয় ছিল ২৬৬ কোটি টাকা, যা ওই বছরের কোম্পানিটির মোট আয়ের ৫২ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে লিনডে বাংলাদেশের ঝালাই বা ওয়েল্ডিং–সংশ্লিষ্ট ব্যবসা ধারাবাহিকভাবে কমছিল। অন্যদিকে গ্যাসের চাহিদা বাড়ছিল। লিনডে বাংলাদেশের মূল ব্যবসা শিল্পে ব্যবহার উপযোগী গ্যাস সরবরাহ। পাশাপাশি হাসপাতালে অক্সিজেন সরবরাহের ব্যবসাও করে প্রতিষ্ঠানটি। করোনার পর থেকে দেশে গ্যাসের চাহিদা বেড়ে যায়। এ কারণে গ্যাসের ব্যবসায় বেশি মনোনিবেশ করতে চাইছে কোম্পানিটি। তাই ঝালাই–সংশ্লিষ্ট ব্যবসা থেকে সরে এসে মূল ব্যবসায় মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিনডে বাংলাদেশ।

বাংলাদেশে লিনডের ঝালাই–সংশ্লিষ্ট ব্যবসার অংশ কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক শতবর্ষী কোম্পানি ইসাব গ্রুপ। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত ইসাব গ্রুপ নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি কোম্পানি। সুইডিশ প্রকৌশলী অসকার শেলবার্গ কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। বিশ্বের ৪৭টি দেশে এটির কর্মকাণ্ড রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি প্রায় ৬৬ কোটি মার্কিন ডলারের ব্যবসা করেছে। কোম্পানিটির সর্বশেষ ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর কোম্পানিটি ১০২ কোটি মার্কিন ডলার মুনাফা করে। প্রতি ডলারের বিনিময়মূল্য ১১৭ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।

ঝালাই–সংক্রান্ত ব্যবসা বিক্রি করে দেওয়ার কারণ সম্পর্কে লিনডে বাংলাদেশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কেউ মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ঝালাই পণ্যের ব্যবসা বিক্রি করে দেওয়ার খবরে গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম ১০ টাকা বা প্রায় সোয়া ১ শতাংশ কমেছে। দিন শেষে এটির শেয়ারের বাজারমূল্য কমে দাঁড়িয়েছে ৮৮৪ টাকায়। লিনডে বাংলাদেশ শেয়ারবাজারে তালিকাভুক্ত পুরোনো কোম্পানিগুলোর একটি। এটি ১৯৭৬ সালে ডিএসইতে তালিকাভুক্ত হয়। শুরুতে এটির নাম ছিল বাংলাদেশ অক্সিজেন কোম্পানি বা বিওসি। সর্বশেষ ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।