কিছুক্ষণের জন্য স্থান হারিয়ে আবারও লেনদেনের শীর্ষে ফুওয়াং ফুডস

শেয়ারবাজার

ঢাকার শেয়ারবাজারে আজ প্রথম ঘণ্টার লেনদেনের পর লেনদেনের শীর্ষে উঠে আসে ইয়াকিন পলিমার। বেশ কিছুদিন ধরে লেনদেনের শীর্ষে ছিল ফুওয়াং ফুডস, আজ ফু ওয়াং ফুডসকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছিল ইয়াকিন পলিমার। ফুওয়াং ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু প্রথম ঘণ্টার লেনদেনের পর ফুওয়াং ফুড আবার লেনদেনের শীর্ষে উঠে আসে।
এ ছাড়া দিনের প্রথম ঘণ্টার লেনদেনে দেখা গেছে, মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে বিমা খাত। লেনদেনেরও বড় অংশ জুড়ে আছে বিমা খাত। গতকালও ঢাকার শেয়ারবাজারে বিমা খাতের দাপুটে অবস্থান ছিল। সেই ধারাবাহিকতায় আজও বাজারে বিমা খাতের প্রাধান্য দেখা যাচ্ছে।

বিমা খাতের একাধিক কোম্পানি লেনদেনের শীর্ষ তালিকায় আছে। বেশির ভাগ বিমা কোম্পানির শেয়ারের দাম আজ বেড়েছে।

আজ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল ফুওয়াং ফুড, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ টাকার। দ্বিতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৮ লাখ টাকার। তৃতীয় স্থানে আছে সি পার্ল; এই কোম্পানির লেনদেন হয়েছে ১৩ কোটি ৮১ লাখ টাকার।

এদিকে প্রথম দেড় ঘণ্টার লেনদেনের পর ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকের মধ্যে দুটি সূচকের পতন হয়েছ, একটি ঊর্ধ্বমুখী। বাজারের প্রধান সূচক ডিএসইএক্স সূচক বেড়েছে ৪ দশমিক ৮৯ পয়েন্ট; ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ৬৬ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক কমেছে শূন্য দশমিক ০৭ পয়েন্ট।