অর্থনৈতিক অস্থিরতায় লোকসানে বিএসআরএম
আগের বছরের চেয়ে ৯০০ কোটি টাকার বেশি পণ্য বিক্রি করেও গত বছরের শেষ ছয় মাসে লোকসান করেছে ইস্পাত খাতের দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বিএসআরএম লিমিটেড।
কোম্পানিটি ২০২২ সালের জুলাই-ডিসেম্বরে ৪ হাজার ৩৬৮ কোটি টাকার পণ্য তথা রড বিক্রি করেছে। ২০২১ সালের একই সময়ে এ বিক্রির পরিমাণ ছিল ৩ হাজার ৪৫৯ কোটি টাকার। চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম ছয় মাসে বিএসআরএম লিমিটেড ১১৬ কোটি টাকা লোকসান করেছে। অথচ গত বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ২৫৬ কোটি টাকা।
গতকাল প্রকাশিত কোম্পানিটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির গত কয়েক বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, গত সাত বছরের মধ্যে এই প্রথম কোম্পানিটি অর্ধবার্ষিক ব্যবসার হিসাবে লোকসান করেছে। কোম্পানিটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক ও দেশের অর্থনীতির অস্থিরতা, ডলারের মূল্যবৃদ্ধি ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসান গত বছরের শেষ ছয় মাসে লোকসান হয়েছে।
কোম্পানিটির গত সাত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, এ সাত বছরের মধ্যে এবারই প্রথম কোম্পানিটি অর্ধবার্ষিক ব্যবসার হিসাবে লোকসান করেছে। তাতে শেয়ার প্রতি আয় বা ইপিএস ঋণাত্মক হয়ে গেছে কোম্পানিটির।