শেয়ারবাজারে পরিবর্তিত সময়ে লেনদেন শুরু, সূচকে নেতিবাচক ধারা

শেয়ারবাজারপ্রতীকী ছবি

পবিত্র রমজান মাসের জন্য আজ থেকে পরিবর্তিত সময়ে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। আজ শেয়ারবাজারে লেনদেন শুরু হয় সকাল সাড়ে ৯টায়। একটানা এ লেনদেন চলবে বেলা দেড়টা পর্যন্ত।

তবে সকাল থেকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকে নেতিবাচক ধারা দেখা গেছে। এর অন্যতম কারণ, বেশ কিছু ভালো কোম্পানির শেয়ারের দর কমে গেছে। আর দর কমায় সার্বিকভাবে সূচকেও নেতিবাচক প্রভাব পড়েছে।

এদিকে ডিএসইতে এখন পর্যন্ত সূচক কমলেও লেনদেনে কিছুটা গতি রয়েছে। প্রথম দেড় ঘণ্টায় ২০০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এ সময় লেনদেনে শীর্ষে ছিল ফার্মাসিউটিক্যালস, রাসায়নিক, প্রকৌশল, সিরামিক, খাদ্য, বস্ত্র ও ভ্রমণ খাতের কোম্পানিগুলো। লেনদেনের শীর্ষে থাকা এসব প্রতিষ্ঠানের বড় অংশই মধ্যম মানের কোম্পানি। মূল্যবৃদ্ধির শীর্ষ তালিকায় ভালো কোম্পানির সংখ্যা কম।

প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মা কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার। এ সময় কোম্পানিটির প্রায় ২৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে ছিল এস এস স্টিল। এই কোম্পানির মোট ২৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেড। দেড় ঘণ্টায় এটির প্রায় ১৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

একাধিক ব্রোকার হাউস ও মার্চেন্ট ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে কথা বলে এবং তাঁদের বাজার প্রতিবেদনের তথ্য সংগ্রহ করে দেখা গেছে, আজকে প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের নেতিবাচক প্রবণতার পেছনে বড় ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসহ কয়েকটি শেয়ারের। বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত আগের দিনের চেয়ে ৩ টাকা কমে যায়। তাতে ডিএসই সূচকটি দুই থেকে আড়াই পয়েন্টের মতো নেতিবাচক ছিল। অর্থাৎ ভালো ভালো কোম্পানির শেয়ারের দর কমায় সূচকেও নেতিবাচক প্রবণতা ছিল। লেনদেনের বাকি সময়ে সূচক ঘুরে দাঁড়ায় কি না, তা পর্যবেক্ষণে রাখছেন বাজারসংশ্লিষ্টরা।

গতকাল সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকই নিম্নমুখী ছিল। এদের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৬ দশমিক ৮৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৩২২ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস ৩০ সূচক ৭ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইতে প্রায় ৭৫৪ কোটি টাকার লেনদেন হয়।