শেয়ারবাজারে দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৩০০ কোটি টাকা

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দেড় ঘণ্টা শেষে লেনদেন ও সূচকে ইতিবাচক ধারা দেখা গেছে। প্রথম দেড় ঘণ্টা শেষে তিনটি সূচকই বৃদ্ধি পেয়েছে। এ সময়ে লেনদেনের পরিমাণ ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হয়েছে ৩১১ কোটি টাকার মতো। এই সময়ে লেনদেনে শীর্ষে ছিল শিল্প উপকরণ, ফার্মাসিউটিক্যালস, তৈরি পোশাক, টেক্সটাইল, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মিউচুয়াল ফান্ড, শিপইয়ার্ড ও রাসায়িনক খাতের কোম্পানিগুলো।

এ সময় লেনদেনে শীর্ষে ছিল অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। প্রথম দেড় ঘণ্টায় কোম্পানিটির প্রায় ৩৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এটির মোট ২৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল ইভেন্স টেক্সটাইল লিমিটেড। দেড় ঘণ্টায় এটির প্রায় ১৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরেই শেয়ারবাজারে সার্বিকভাবে লেনদেন ধীরগতিতে হচ্ছিল। তবে সম্প্রতি লেনদেনের গতি কিছুটা বেড়েছে। এর মধ্যে ভালো অবস্থান দেখা গেছে আজ। আজ সকাল থেকেই লেনদেন ও সূচকে বেশ ঊর্ধ্বগতি দেখা গেছে। অন্য সময় সারা দিনে লেনদেন ৫০০ কোটি টাকার নিচে থাকে। তবে আজ প্রথম দেড় ঘণ্টায়ই লেনদেন ৩০০ কোটি ছাড়িয়ে যায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই গতি থাকলে দিন শেষে লেনদেন বেশ বাড়বে।

গতকাল মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকই ঊর্ধ্বমুখী ছিল। এর মধ্যে প্রধান সূচক ডিএসই এক্স ৯ দশমিক ৮৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬ হাজার ২৬১ পয়েন্টে, ডিএসইএস সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ দশমিক ৬৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইতে প্রায় ৫২১ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়।