ঢাকার শেয়ারবাজারে আজ বিমা, আইটি, খাদ্য কোম্পানির দাম বাড়ছে

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

ঢাকার শেয়ারবাজারে আজ ইতিবাচক ধারায় লেনদেন চলছে। আজ মূলত তথ্য প্রযুক্তি, বিমা, খাদ্য ও আনুষঙ্গিকসহ সিমেন্ট খাতের শেয়ারের দাম বেড়েছে।

গতকাল বিমা কোম্পানির কিছুটা মূল্য সংশোধন হয়েছিল। কিন্তু আজ আবারও বিমা কোম্পানির শেয়ারের দাম বাড়ছে। সেই সঙ্গে অন্যান্য খাতের কোম্পানির শেয়ারের দাম বাড়তি থাকার কারণে সামগ্রিকভাবে আজ বাজার চাঙা বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজ বেলা ১১টা ৫২ মিনিট পর্যন্ত বাজারের তিনটি সূচকই ঊর্ধ্বগামী। ডিএসইএক্স সূচকের উত্থান হয়েছ ১১ দশমিক ৮০ পয়েন্ট, ডিএসইএস সূচকের উত্থান হয়েছে ২ দশমিক ৭৮ পয়েন্ট আর ডিএস ৩০ সূচকের উত্থান হয়েছে ২ দশমিক ২৫ পয়েন্ট।

লেনদেনের শীর্ষে আছে জেমিনি সি, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকার। দ্বিতীয় স্থানে আছে সিটিজেনিস, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি টাকার; তৃতীয় স্থানে আছে কেবিপিপিডব্লিউবিআইএল, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি টাকার।

১১টা ৫২ মিনিট পর্যন্ত আজ মোট ৩৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।