আর দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৩১৮ কোটি টাকা। গত চার কার্যদিবস পর ডিএসইতে লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়াল।
বুধবারের সভায় বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বর্তমান মন্দাবাজারে গতি সঞ্চার করতে সব প্রতিষ্ঠানকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আপনারা সবাই মিলে বাজারে গতি ফিরিয়ে আনেন। সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকেই টাকা নিয়ে বসে আছেন। শুধু বাজারে গতি নেই বলে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না।’