আইসিবির পুনর্গঠন চায় বিএসইসি

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটিতে বর্তমানে কিছু ক্ষেত্রে দুর্বলতা রয়েছে বলে জানান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। এ জন্য আইসিবি পুনর্গঠনে দুই মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যন এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার অনলাইনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান আরও বলেন, এ বছরের মধ্যে শেয়ারবাজারের লেনদেনকে আমরা দেড় হাজার কোটি টাকায় উন্নীত করতে চাই।

লেনদেন বাড়াতে হলে শেয়ারবাজারের লেনদেনকে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় নিয়ে যেতে হবে। পৃথিবীর যেকোনো প্রান্তে বসে একজন বিনিয়োগকারী যাতে সপ্তাহে সাত দিন মুঠোফোনে লেনদেন করতে পারেন, সেই সুযোগ তৈরি করতে হবে। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের শেয়ারবাজারকে আধুনিক শেয়ারবাজারে পরিণত করতে বিএসইসি কাজ করে যাচ্ছে।

পুঁজিবাজারের মূল চালিকা শক্তি হলো বিনিয়োগকারী। তাই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে শেয়ারবাজারে কখনো গতিশীলতা আসবে না৷ আর বিনিয়োগকারীদের সুরক্ষার প্রথম উপাদান বিনিয়োগ শিক্ষা।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক

অনুষ্ঠানে ডিএসইর সভাপতি ইউনুসুর রহমান বলেন, ‘একটি ভালো পুঁজিবাজারের জন্য দরকার ভালো পণ্য, বিনিয়োগকারী ও উন্নত তথ্যপ্রযুক্তি। তিনটির কোনোটিতে ঘাটতি থাকলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাজার পাব না। আবার বাজারের গভীরতা বাড়াতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যাও বৃদ্ধি করতে হবে। আবার বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে হলে সুশাসন নিশ্চিত করার কোনো বিকল্প নেই।’

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক বলেন, পুঁজিবাজারের মূল চালিকা শক্তি হলো বিনিয়োগকারী। তাই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে শেয়ারবাজারে কখনো গতিশীলতা আসবে না৷ আর বিনিয়োগকারীদের সুরক্ষার প্রথম উপাদান বিনিয়োগ শিক্ষা।
ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা আবদুল মতিন পাটোয়ারী।