ইউনিয়ন ক্যাপিটালের শ্রেণিমান উন্নত হচ্ছে

শেয়ারবাজারে মন্দ কোম্পানি হিসেবে ‘জেড’ শ্রেণিভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটালের শ্রেণিমান উন্নত হচ্ছে। কোম্পানিটিকে ‘জেড’ শ্রেণি থেকে বের করে আনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে কমিশনের আলোচনা হয়। সেখানে কোম্পানির পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে বিএসইসিকে আশ্বস্ত করা হয়। তার ভিত্তিতে বিএসইসি কোম্পানিটির শ্রেণিমান উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কোম্পানিতে নতুন করে দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। শ্রেণিমান উন্নত করার সিদ্ধান্তের আগে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম ৪০ পয়সা বা ৪ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সায়।
বিএসইসির গতকালের একই সভায় এসএএমএল ইনকাম ইউনিট ফান্ড নামে বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাসও অনুমোদন করা হয়।