উত্থানে লেনদেন, ৬ হাজার পয়েন্টের ওপরে সূচক

আজও সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে দেশের শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩০ পয়েন্ট, আর এর মাধ্যমে সূচকটি ৬ হাজার পয়েন্টের ওপরে উঠে এসেছে। এর আগে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সূচকটি ৬ হাজার পয়েন্টের ওপরে যায়। ওই দিন লেনদেন শেষে সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৫০ পয়েন্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৪ পয়েন্ট।

ডিএসইতে ওই সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৭৭৯ কোটি ৬৮ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১১৬টির, অপরিবর্তিত আছে ৫৩টির।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ইফাদ অটোজ, বেক্সিমকো, এবি ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, নর্দান ইনস্যুরেন্স, যমুনা ব্যাংক, বিডি ফাইন্যান্স, আইএফআইসি, ওয়ান ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।

এর আগে গত কার্যদিবসে সূচক ১০১ পয়েন্ট বাড়ে ডিএসইতে। মোট লেনদেন হয় ২ হাজার ২৬৮ কোটি ৮৮ লাখ টাকার।

অপর দিকে সিএসইতে বেলা ১১টা নাগাদ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৭৪টির, অপরিবর্তিত আছে ২৮টির।