এক দিনের ব্যবধানে লেনদেন আরও বাড়ল

শেয়ারবাজারে লেনদেন আরও বাড়ল। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকার। গতকালের চেয়ে যা ৩৫৩ কোটি টাকা বেশি। গতকাল মোট লেনদেন হয় ২ হাজার ১৯৩ কোটি টাকার। তবে লেনদেন বাড়লেও গতকালের চেয়ে সূচক কমেছে ডিএসইতে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪২ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৬০৯ পয়েন্টে।

শেয়ারবাজারে নতুন বছরটি শুরু হয়েছে সূচক ও লেনদেনের বড় উত্থান দিয়ে। প্রথম দুই কার্যদিবসে ডিএসইএক্স সূচক বাড়ে ২৫০ পয়েন্ট। আজ তাই কিছুটা মূল্য সংশোধন দেখা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা ছিল আজ।

এ ছাড়া বছরের প্রথমেই লেনদেন ফিরে গেছে ২০১০ সালের বাজারধসের আগের অবস্থানে। ডিএসইর তথ্য অনুযায়ী, স্বাভাবিক দিনের লেনদেন বিবেচনায় নিলে প্রায় ১০ বছর পর গতকালই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন হয়। আজ তার চেয়েও বেশি লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ ২০১০ সালের ৬ ডিসেম্বর ২ হাজার ৭১১ কোটি টাকার লেনদেন হয়েছিল। এরপর গত বছরের ২৮ জুন অবশ্য ২ হাজার ৫৪৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইর তথ্য অনুযায়ী, স্বাভাবিক দিনের লেনদেন বিবেচনায় নিলে প্রায় ১০ বছর পর গতকালই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ ২০১০ সালের ৬ ডিসেম্বর ২ হাজার ৭১১ কোটি টাকার লেনদেন হয়েছিল। এরপর গত বছরের ২৮ জুন অবশ্য ২ হাজার ৫৪৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। এ লেনদেনের সিংহভাগই ছিল শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের মালিকানা বদলের। গ্ল্যাক্সোস্মিথক্লাইনকে কিনে নিয়েছে আরেক বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। শেয়ারবাজারের মাধ্যমে এ মালিকানার শেয়ারের হাতবদল হয়েছিল। সে জন্য ওই দিন লেনদেন হঠাৎ করে আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। তাই ওই দিনের লেনদেনের পরিমাণকে স্বাভাবিক দিনের লেনদেনের সঙ্গে তুলনায় নেওয়া হয় না।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো রবি, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, অ্যাকটিভ ফাইন্যান্স।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ক্রিস্টাল ইনস্যুরেন্স, পাওয়ার গ্রিড, রবি, জিবিবি পাওয়ার, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক, এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড ও অ্যাকটিভ ফাইন্যান্স।

দর কমার তালিকায় শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো শাইনপুকুর সিরামিকস লিমিটেড, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিয়ন ক্যাপিটাল, ইউনাইটেড ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ফারইস্টফা ইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৩৫ পয়েন্ট। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির দর।