ওয়ালটনের শেয়ারে এক মাসে টাকা দ্বিগুণ

তালিকাভুক্তির মাত্র দুই দিনের মাথায় দ্বিগুণ হয়ে গেছে ইলেকট্রনিকস পণ্যের বাজারে দেশীয় জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ার।

আজ বৃহস্পতিবারও লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ ৫০ শতাংশ বা ১৮৯ টাকা বেড়ে যায়। লেনদেন হচ্ছে ৫৬৭ টাকায়। নতুন তালিকাভুক্ত কোম্পানি হিসেবে নিয়ম অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় দিনে আজও এটির সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্যবৃদ্ধির সুযোগ ছিল। এর আগে গতকাল বুধবার লেনদেনের প্রথম দিনেও এটির শেয়ারের সর্বোচ্চ ৫০ শতাংশ বা ১২৬ টাকা দাম বেড়েছিল।

লেনদেনের প্রথম দুই দিনে ১০০ শতাংশ মূল্যবৃদ্ধির ফলে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারের দাম বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। আইপিওতে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের  কাছে প্রতিটি শেয়ার ২৫২ টাকায় বিক্রি করেছিল।

আরও পড়ুন

গত ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত আইপিওর চাঁদা গ্রহণ করা হয়। কোম্পানিটির আইপিওর প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে ছিল ২০টি শেয়ার। এ ২০টি শেয়ারের জন্য আইপিওতে ২৫২ টাকা করে একজন বিনিয়োগকারীকে বিনিয়োগকে বিনিয়োগ করতে হয়েছে ৫ হাজার ৪০ টাকা।

আইপিওতে পাওয়া শেয়ার যদি কোনো বিনিয়োগকারী আজ ৫৬৭ টাকায় বিক্রি করে দেন তবে তিনি আইপিওতে পাওয়া এক লট (২০টি) শেয়ার বিক্রি করে পাবেন ১১ হাজার ৩৪০ টাকা। অর্থাৎ আইপিওতে গত আগস্টে তিনি যে টাকা বিনিয়োগ করেছিলেন এক মাসের ব্যবধানে তা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। আইপিওর ৫ হাজার ৪০ টাকার বিনিয়োগে মুনাফা ৬ হাজার ৩০০ টাকা।