কিছুটা মূল্য সংশোধন, তবে বেড়েছে লেনদেন

বড় উত্থানের পর কিছুটা মূল্য সংশোধন হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৮ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭২ পয়েন্ট।

ডিএসইতে আজ বেলা দেড়টা পর্যন্ত সূচক বাড়তে দেখা যায়। সকালে লেনদেনের শুরুতে ডিএসইএক্স ৬২ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। দেড়টার পর থেকে কমতে থাকে সূচক। আজ মোট লেনদেনের গতি বেশ ভালো। আজ মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩৮৪ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২৩১টির, অপরিবর্তিত আছে ৫৬টির।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ১৩৯ পয়েন্ট। মোট লেনদেন ছাড়ায় ২ হাজার ৭০ কোটি টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বাড়ে ৩৭৯ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো রবি, বেক্সিমকো লিমিটেড, লংকা–বাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, আইএফআইসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও বিডি ফাইন্যান্স।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সিটি ব্যাংক, তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সোনালি আঁশ, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, সামিট পাওয়ার, ইসলামি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড, ডেসকো ও ব্র্যাক ব্যাংক।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো জুট স্পিনিং, বেক্সিমকো, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড, ইমাম বাটন, এডিএন টেলিকম লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, আলহাজ টেক্সটাইল, এস আলম কোল্ড রোল স্টিল লিমিটেড ও এএফসি অ্যাগ্রো বায়োটেক।
অন্যদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৬৮টির, অপরিবর্তিত আছে ৩০টির।