ঘণ্টায় ৫০০ কোটি টাকার লেনদেন

ছয় মাস পর লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়াল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সোমবার চলতি বছরের ও এ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৯৩ কোটি টাকা। সেই হিসাবে ঘণ্টায় লেনদেন হয়েছে প্রায় ৪৮৭ কোটি টাকা। বিদায়ী বছরে এমন সময় এসেছিল, যখন দিনের লেনদেন নেমেছিল ১৫০ কোটি টাকার নিচে।

এর আগে সদ্য সমাপ্ত বছরের ২৮ জুন লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়ায়। ওই দিন পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের সব উদ্যোক্তা পরিচালকের শেয়ার কিনে নেয় ইউনিলিভার। আর ওই সংবাদে লেনদেন হয় ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকার।

আরও পড়ুন

আজ দিনভর একটা মিশ্র প্রবণতা থাকলেও লেনদেন শেষে সূচক বেড়েছে ডিএসইতে। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। গতকাল সূচকটি বেড়েছিল ২১৬ পয়েন্ট, যা ছিল প্রায় ১ বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান। মোট লেনদেন হয় ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ টাকার। আজ কিছুটা মূল্য সংশোধন হতে দেখা যায়। অর্থাৎ বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যায় আজ।

ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৪২টির, অপরিবর্তিত আছে ৬৩টির। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, আইএফআইসি, পাওয়ার গ্রিড, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও বিডি ফাইন্যান্স।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রুপালি ব্যাংক ব্যালান্সড ফান্ড, জেবিবি পাওয়ার, ক্রিস্টাল ইনস্যুরেন্স, পাওয়ারগ্রিড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, রবি, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ও বে লিজিং।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বিডি ফাইন্যান্স, জিকিউ বলপেন, সোনার বাংলা ইনস্যুরেন্স, সোনালি আঁশ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড কোম্পানি ইনফরমেশন, ন্যাশনাল পলিমার, এডিএন টেলিকম লিমিটেড, অ্যারামিট সিমেন্ট লিমিটেড, বিডি ল্যাম্পস ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১০৭ পয়েন্ট। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত আছে ৪০টির দর।