চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে ট্রাক ধর্মঘট, আমদানি কার্যক্রম বন্ধ

প্রথম আলো ফাইল ছবি

কর মওকুফসহ বিভিন্ন দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে গতকাল সোমবার সকাল থেকে চ্যাংড়াবান্ধা শুল্ক ও স্থলবন্দরে ট্রাক পরিবহন ধর্মঘট করছে ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংড়াবাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এ কারণে গতকাল লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী শুল্ক ও স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংড়াবাবান্ধা হয়ে কোনো আমদানি পণ্য বাংলাদেশের অভ্যন্তরে ঢোকেনি।

বুড়িমারী শুল্ক ও স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে প্রতিদিন আমদানি পণ্যবাহী গড়ে ৩৫০টি ট্রাক বাংলাদেশে ঢোকে। এতে বন্দর কর্তৃপক্ষ ২৫ থেকে ২৬ লাখ টাকার রাজস্ব আদায় করে থাকে।

বুড়িমারীর সহকারী কাস্টমস কমিশনার (এসি কাস্টমস) সোমেন কান্তি চাকমা বলেন, চ্যাংড়াবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটের কারণে রাজস্ব আদায় হয়নি। তবে বুড়িমারী শুল্ক ও স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। গতকাল সোমবার এ বন্দর দিয়ে গার্মেন্টস এক্সেসরিজ ঝুট সামগ্রী, আরএফএলের প্লাস্টিকপণ্য ও প্রাণের বোতলজাত খাদ্যপণ্য নিয়ে ২৩টি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে গেছে।

বুড়িমারী আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, ‘করোনা সংকটের কারণে কর মওকুফসহ বিভিন্ন দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে চ্যাংড়াবান্ধায় ট্রাক মালিক সমিতি ট্রাক ধর্মঘট শুরু করেছে বলে জেনেছি। এতে যেসব আমদানি পণ্য ভারত ও ভুটান থেকে বুড়িমারী দিয়ে বাংলাদেশে ঢুকত, তা আটকে যাবে। তবে সমস্যাটা ভারতের হওয়ায় আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।’

লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, ‘বুড়িমারী শুল্ক ও স্থলবন্দর দিয়ে বিশেষ কারণে তিন দিনের জন্য আমদানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি খোঁজখবর নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।’