ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন ৬০০ কোটি টাকা

সূচকের উত্থানে লেনদেন চলছে দেশের দুই শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। এ সময় পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৫ পয়েন্ট।

ডিএসইতে বেলা ১১টা নাগাদ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত আছে ৩৫টির।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, গ্রিন ডেলটা, কেয়া কসমেটিক, অগ্রণী ইনস্যুরেন্স, রিং শাইন, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ফরচুন, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ ও সোনারবাংলা ইনস্যুরেন্স।

গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স বাড়ে ১১ পয়েন্ট। লেনদেন ছাড়ায় ২ হাজার ৬৬৯ কোটি টাকা।

অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৫১টির ও অপরিবর্তিত আছে ৮২টির।