ডিএসইতে তিন দিন পর সূচক কমল ৮২ পয়েন্ট

টানা তিন দিন দর বাড়ার পর আজ সূচক কমেছে শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচক কমেছে ৮২ পয়েন্ট। গত তিন দিন সূচকটি বেড়েছিল ২৪৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২০৩ পয়েন্ট।

ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ২৬৪টির, অপরিবর্তিত আছে ৩৫টির দর। ২ ঘণ্টায় আজ লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয় ৫৮২ কোটি টাকার।
আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, রবি, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, প্রভাতি ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, অগ্রণী ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, দেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও বেক্সিমকো ফার্মা।

অন্যদিকে সিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৫৭টির, অপরিবর্তিত আছে ২০টির দর। লেনদেন হয়েছে ২৪ কোটি ৬০ লাখ টাকার। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩০ কোটি ৬৫ লাখ টাকা।