ডিএসইতে ১৫ মিনিটে সূচক কমেছে ৮৬ পয়েন্ট

লেনদেনের শুরু থেকেই একটানা দরপতন হয়ে চলেছে শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস প্রথম ১৫ মিনিটের লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮৭৬ পয়েন্ট।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নেওয়া এক সপ্তাহের বিধিনিষেধের আজ শেষ দিন। তবে গত শুক্রবার এই বিধিনিষেধের পর ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের কথা জানায় সরকার। আর এর প্রভাবেই আজ শেয়ারবাজারে ধস নেমেছে।
ডিএসইতে সকাল সোয়া ১০টা নাগাদ লেনদেন হয়েছে ৬৩ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে কমেছে ১৮৩টির দর, বেড়েছে মাত্র ২৫টির, অপরিবর্তিত আছে ২৭টির দর।

গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৮২ পয়েন্ট কমে অবস্থান করে ৫২৫৪ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকার।

অন্যদিকে ১৫ মিনিটে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে কমেছে ৩৮টির দর, বেড়েছে মাত্র ৪টির, অপরিবর্তিত আছে ৫টির দর।