তিন দিন পর সূচক কমেছে ডিএসইতে

তিন দিন পর সূচক কমেছে ঢাকার শেয়ারবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১১ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৫০৫ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২২ পয়েন্ট।

ডিএসইতে আজ গতকালের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয়েছে ১ হাজার ৫৭ কোটি টাকার। গতকাল রোববার লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪০৬ কোটি টাকার, যা গত তিন মাসেরও বেশি সময়ের মধ্যে ডিএসইর সর্বোচ্চ লেনদেন ছিল। আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৭৮টির, অপরিবর্তিত আছে ৭৬টির দর।

লেনদেনের শীর্ষে কম থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, রবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বিডি ফাইন্যান্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, ম্যাকসন স্পিনিং ও নিটল ইনস্যুরেন্স।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ম্যাকসন স্পিনিং, মতিন স্পিনিং মিলস লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, আরগন ডেনিমস লিমিটেড, মালেক স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ড্রাগন সোয়েটার ও স্পিনিং লিমিটেড, মেট্রো স্পিনিং ও কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১২৯টির, অপরিবর্তিত আছে ৪৫টির দর।