তিন মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা বন্ধ

শেয়ারবাজারের তিন মার্চেন্ট ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও কোটাসুবিধা বাতিল করা হয়েছে। মার্চেন্ট ব্যাংক তিনটি হচ্ছে বেঙ্গল ইনভেস্টমেন্টস, সিএপিএম অ্যাডভাইজরি ও পিপলস ইনভেস্টমেন্টস। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল বুধবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএসইসি আরও জানিয়েছে, মার্চেন্ট ব্যাংক তিনটি আগামী ৩০ জুনের মধ্যে তাদের মূলধন ঘাটতি পূরণ করতে না পারলে তাদের সনদ বা লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে।

এ ছাড়া বিএসইসির গতকালের সভায় বিমা খাতের একটি কোম্পানির আইপিওর চাঁদা গ্রহণ কার্যক্রম দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছে। সোনালী লাইফ ইনস্যুরেন্সের আগামী মাসে আইপিও চাঁদা গ্রহণ করার কথা ছিল। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কোম্পানিটির আইপিওর চাঁদা গ্রহণ মার্চের বদলে মে মাসে স্থানান্তর করা হয়। এর বাইরে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্রোকারেজ হাউসকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ব্রোকারেজ হাউসগুলো হচ্ছে নেক্সাস সিকিউরিটিজ,এমটিবি সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজ।