দুই দিনে নেই ২৭০ পয়েন্ট

টানা দুই দিন ধরে শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১২৮ পয়েন্ট। গতকাল লেনদেন শেষে সূচকটি কমে ১৪২ পয়েন্ট। অর্থাৎ দুই দিনেই নেই ২৭০ পয়েন্ট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৯৭ পয়েন্ট।

বাজার বিশ্লেষকেরা বলছেন, হঠাৎ করেই বাজারে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল এবং আজ দুই দিনই বিক্রির চাপ বেশি ছিল। ক্রেতাশূন্য হয়ে পড়ে একের পর এক কোম্পানির শেয়ার। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৭৮৯ কোটি ৮০ লাখ টাকার। গতকাল এই লেনদেনের পরিমাণ ছিল ৭৭১ কোটি ৫২ লাখ টাকা। আজ বেশির ভাগ কোম্পানিরই শেয়ারের দর কমেছে। লেনদেন শেষে ২৩৬টির দর কমেছে, বেড়েছে ২৩টির, অপরিবর্তিত আছে ৯১টির দর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, রবি, লঙ্কা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, মীর আকতার হোসেন লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ও আইএফআইসি।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো অনলিমা ইয়ার্ন, তসরিফা, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ঢাকা ব্যাংক লিমিটেড, মীর আকতার হোসেন লিমিটেড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, স্কয়ার টেক্সটাইল, মেট্রো স্পিনিং, স্কয়ার ফার্মা ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো প্রাইম ইনস্যুরেন্স, মেঘনা পেট, শ্যামপুর সুগার, শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো ফার্মা, মাইডাস ফাইন্যান্স, বিডি থাই, লঙ্কা বাংলা ফাইন্যান্স, সন্ধানী ইনস্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড।

অন্যদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে কমেছে ১৭৬টির, বেড়েছে ১৬টির, অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।