দুই শেয়ারবাজারেই ঊর্ধ্বমুখী সূচক

সূচকের উত্থানে লেনদেন হচ্ছে দেশের দুই শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস প্রথম ১ ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৪ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৫৪ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৪৫টির, অপরিবর্তিত আছে ৬৪টির দর।

প্রথম এক ঘণ্টায় লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, এনআরবিসি ব্যাংক, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, রবি, বিএটিবিসি, এসএসস্টিল, ওরিয়ন ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ম্যাকসন স্পিনিং ও লুব রেফ।

অপর দিকে এ সময় পর্যন্ত সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৬২টির, অপরিবর্তিত আছে ৩২টির দর।