দেড় ঘন্টা পর লেনদেন চালু ডিএসইতে

প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর সাড়ে ১২টা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও লেনদেন চালু হয়েছে। এর আগে কারিগরি ত্রুটির কারণে সকাল ১১টা ৯ মিনিট থেকে প্রধান এ শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন বন্ধ হওয়ার পর ডিএসই কর্তৃপক্ষ জানায় ত্রুটি সারাতে কাজ চলছে। সমস্যার সমাধান হয়ে গেলে পুনরায় লেনদেন শুরু হবে। ডিএসইতে লেনদেন বন্ধ থাকলেও দেশের অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক নিয়মে লেনদেন চলছে।

ডিএসইতে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট। লেনদেন হয়েছে ৬৮৩ কোটি ৫৭ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪ টির, কমেছে ১৫৪ টির, অপরিবর্তিত আছে ২৪ টির দর।