পুঁজিবাজারের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে ঐকমত্য

দেশের শেয়ারবাজারের উন্নয়নে একমত হয়েছেন নিয়ন্ত্রক সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তবে এখনই কোনো ধরনের আইনে পরিবর্তন বা ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়নি।
গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় শেয়ারবাজারের উন্নয়নে সব পক্ষ একমত পোষণ করে। সভায় পুঁজিবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির আহ্বায়ক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ সভাপতিত্ব করেন। সভায় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বলা হয়, সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠান তালিকাভুক্ত আছে, তাদের শেয়ার বাড়াতে হবে। এ ছাড়া দেশের শেয়ারবাজারে বিদেশি বিমা খাতের প্রতিষ্ঠান মেটলাইফের তালিকাভুক্তি নিয়েও আলোচনা হয়। সভায় ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ বাজারমূল্যের পরিবর্তে ক্রয়মূল্যে হিসাবায়নের প্রস্তাব উঠলে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ জন্য আইনি পরিবর্তন প্রয়োজন আছে বলে জানানো হয়।

জানা গেছে, যেসব তালিকাভুক্ত প্রতিষ্ঠান বন্ড ছেড়ে টাকা তুলবে, তাদের কর ছাড় দেওয়া যেতে পারে বলে সভায় মত দেওয়া হয়। এ জন্য এনবিআর প্রতিনিধিরা লিখিত প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান। আবার ব্যাংকগুলোর পারপেচুয়াল বন্ডকে বিনিয়োগ হিসাবের বাইরে রাখার দাবি উঠলে কেন্দ্রীয় ব্যাংক জানায়, তালিকাভুক্ত হওয়ার আগে হিসাবের আওতায় আসবে না।

তবে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের কেউ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কিছু জানাতে চাননি।
এদিকে শেয়ারবাজার নিয়ে চলতি মাসে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে আরও একটি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।