প্রথম দিনেই বিক্রেতাশূন্য এনার্জি প্যাক পাওয়ার

শেয়ারবাজারে লেনদেন শুরু করেছে নতুন তালিকাভুক্ত কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার লিমিটেড। আজ মঙ্গলবার প্রথম দিনই সর্বোচ্চ মূল্যবৃদ্ধির পর বিক্রেতাশূন্য হয়ে পড়ে কোম্পানিটির শেয়ার।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসে। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটির কাট অব প্রাইস নির্ধারিত হয়েছে ৩৫ টাকা। ফলে, সাধারণ বিনিয়োগকারীরা ৩১ টাকা দরে শেয়ার পাচ্ছেন। আজ শেয়ারটির সর্বশেষ লেনদেন মূল্য ৪৬ টাকা ৫০ পয়সা।

গত ২১ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর বিডিং সম্পন্ন করে। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংকঋণ পরিশোধ এবং আইপিও বাবদ খাতে খরচ করবে।