প্রথম দুই ঘণ্টায় লেনদেনের শীর্ষে আছে লঙ্কাবাংলা, বেক্সিমকো

সূচকের উত্থানে লেনদেন হচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৪৩ লাখ টাকার।

বেলা ১১টা ৪৫ পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠান লঙ্কাবাংলা ফাইনান্স। এ সময়ও পর্যন্ত দেড় কোটিরও বেশি শেয়ারের লেনদেন হয়েছে। গতকালের চেয়ে দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা। গতকাল বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের এই কোম্পানি সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশসংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া এই সময় লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, রবি, সামিট পাওয়ার, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, জিবি পাওয়ার, বেক্সিমকো ফার্মা, শাহজিবাজার পাওয়ার।

উত্থানে লেনদেন হচ্ছে চট্টগ্রাম শেয়ারবাজারেও (সিএসই)। বেলা ১১টা ৪৫ পর্যন্ত সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৭ পয়েন্ট।